আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

মেক্সিকোর পঞ্চিমাঞ্চলের গোলযোগপূর্ণ মিচোক্যান শহরে অভিযান চালানোর সময় পুলিশের একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবারের এ ঘটনায় বিমানের পাইলট ও তিন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে মিচোক্যান শহরের গভর্নর সিরভানো অ্যারিওলেস বলেছেন, একটি অপরাধী চক্রের প্রধানকে গ্রেফতারে পুলিশের অভিযানে হেলিকপ্টার থেকে সহায়তা করেছিল নিরাপত্তাবাহিনীর সদস্যরা। পরে ওই এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অপর এক কর্মকর্তা আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন। টিয়েরা ক্লায়েন্টে শহরের অ্যাপাটজিনগ্যান এলাকায় কীভাবে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এই অঞ্চলে বেশ কয়েক বছর ধরে মাদকের জেরে সহিংসতার ঘটনা ঘটেছে। গভর্নর সিরভানো অ্যারিওলেস বলেছেন, নাগরিকদের রক্ষার দায়িত্ব অনুযায়ী, রাজ্য এবং ফেডারেশন অপরাধ দমনে পিছপা হবে না। দ্বিতীয়বারের মতো মেক্সিকো হেলিকপ্টারের বিধ্বস্তের ঘটনা ঘটলো। এর আগে গত বছর দেশটির জেলিসকো রাজ্যে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে লকেট লাঞ্চার ছুড়ে বিধ্বস্ত করা হয়। এ সময় বিমানের ৭ সেনাসদস্য ও এক নারী পুলিশ নিহত হয়। সূত্র : দ্য টেলিগ্রাফ।এসআইএস/আরআইপি

Advertisement