মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও সিরীয় বিদ্রোহীদের অভিযানের মুখে মানবিজ ছাড়ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে মানবিজ ছাড়ার সময় জঙ্গিরা বেসামরিক মানুষদের বর্ম হিসেবে ব্যবহার করছে। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ক্রিস জানিয়েছেন, মানবিজ শহর হাতছাড়া হওয়ার বিষয়টি নিশ্চিত বুঝতে পেরে আইএস জঙ্গিরা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ওই এলাকা থেকে পালানো শুরু করেছে। কয়েকশ গাড়ির একটি বহরে বেসামরিক মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে শুক্রবার মানবিজ ছেড়ে পালানো শুরু করে জঙ্গিরা। জঙ্গিরা মানবিজ থেকে উত্তর দিক হয়ে তুরস্কের সীমান্তের দিকে যাচ্ছে।শনিবার কয়েকশ বেসামরিক মানুষকে মুক্তি দিয়েছে আইএস। এছাড়া বহু মানুষ অনেক আগেই ওই এলাকা ছেড়ে পালিয়েছে। টিটিএন/এবিএস
Advertisement