আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে বিমানটি ফ্লোরিডা থেকে মিসিসিপির উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু ইঞ্জিনের ত্রুটির কারণে এটি আলাবামার বিমান বন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের বোর্ডে থাকা ৬ আরোহী প্রাণ হারিয়েছে। বিমানের এক পাইলট রোববার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে উদ্বেকজনক সংকেত প্রদান করেছিল। বিমানের ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে এটি জরুরি অবতরণের কথা জানায়। পরে আলাবামার তুসকালোসা বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার তিন মিনিট পরেই সেখানে ছুটে গেছেন দমকল কর্মীরা। তবে তারা বিমানের বোর্ডে থাকা আরোহীদের কাউকে বাঁচাতে পারেননি। তারা বিধ্বস্ত বিমান থেকে লোকজনকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বিমান দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।টিটিএন/এমএস

Advertisement