জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মিসরের সিনাই প্রদেশের প্রধান আবু দুয়া আল আনসারি বিমান হামলায় নিহত হয়েছেন। মিসরের সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস গ্রুপের ওপর বিমান হামলা চালায় মিসরের সেনাবাহিনী। ২০১৩ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতা বেড়েছে। সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল মাকদিস ২০১১ সাল থেকে সিনাই অঞ্চলে সক্রিয় ছিল।২০১৪ সালের নভেম্বরে আইএসকে সমর্থন দিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করা হয়। শুরুতে জঙ্গি সংগঠনটির হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল। পরে মুরসি সরকার অপসারণের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় সংগঠনটি। ২০১৪ সালে উত্তর সিনাইয়ে সংগঠনটির হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়।টিটিএন/এবিএস
Advertisement