ধর্ম

মদিনার নতুন বিমানবন্দর ওমরা ও হজযাত্রীদের সেবায় প্রস্তুত

হজ-ওমর পালনকারী ও দর্শনার্থীদের জন্য সুখবর। মদিনায় প্রস্তুত হয়েছে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর। যা হজ, ওমরা পালন এবং দর্শনার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত। খবর আরব নিউজ।এ বিমান বন্দরে প্রতি মাসে প্রায় ১৬০০ আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামা করবে। সে সঙ্গে ৭,৫০,০০০ যাত্রী আগমন প্রস্থান করবে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।বিশেষ করে রমজান মাসে অত্যাধিক যাত্রী আসা-যাওয়া ও দর্শনার্থীদের কষ্ট লাগবে বিমানবন্দরে থাকবে মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক সকল ব্যাংকিং ব্যবস্থাসহ অনেক সুযোগ-সুবিধা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের সিনিয়র প্রকৌশলী ওয়ালেদ আবু অনিক।এ বিমানবন্দরে ওমরা ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে আগমন ও প্রস্থানের জন্য পর্যাপ্ত জায়গা, সুন্দর ব্যবস্থাপনাসহ অনেক সুযোগ সুবিধা রয়েছে।বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল ফাদেল বলেন, যাত্রীদের নিরাপদ ও সহজ ভ্রমণ বাস্তবায়ন করতেই সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের সময়োপযোগী এ পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেন।তিনি আরো বলেন, ওমরা ও দর্শণার্থীদের আগমন ও প্রস্থানে নিরাপদ পরিবেশ, সর্বোত্তম পরিসেবা নিশ্চিত করাই এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য।এমএমএস/পিআর

Advertisement