লাইফস্টাইল

বর্ষায় তাকের বইগুলো আর্দ্রতা থেকে বাঁচানোর সহজ উপায়

বর্ষায় তাকের বইগুলো আর্দ্রতা থেকে বাঁচানোর সহজ উপায়

বাংলাদেশের বর্ষাকাল মানেই কাদাপানি, স্যাঁতসেঁতে ঘর, আর এক ধরনের ভারী ভ্যাপসা গন্ধ। বিশেষ করে একটু পুরোনো দালানে শুধু জামা-কাপড় বা ঘরের দেওয়ালই নয়, বর্ষার আর্দ্রতা সবচেয়ে বেশি প্রভাব ফেলে ঘরের বইয়ের তাকে।

Advertisement

পুরোনো বইগুলোতে এক ধরনের সোঁদা গন্ধ হয়, পাতাগুলো ঢেউ খেলানো হয়ে যায়, এমনকি কিছু বই পোকায় ধরে বা ছত্রাকে আক্রান্ত হয়। বর্ষার এই আর্দ্রতা থেকে বইগুলো বাঁচাতে হলে প্রয়োজন একটু বাড়তি যত্ন আর সচেতনতা।

কেন হয় এই সমস্যা?

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের বেশি হয়ে যায়। এই অতিরিক্ত আর্দ্রতা কাগজের শত্রু। কাগজ প্রকৃতিগতভাবে আর্দ্রতা শোষণ করে, ফলে পাতাগুলো ফুলে ওঠে, কোণাগুলো কুঁচকে যায়। আর্দ্র পরিবেশ ছত্রাক জন্মানোর আদর্শ জায়গা, ফলে পাতায় দাগ পড়ে এবং একসময় তা পচেও যেতে পারে। যদি তাকের আশপাশে পর্যাপ্ত বাতাস চলাচল না থাকে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়।

কী ধরনের ক্ষতি হয়?

>> বইয়ের কাগজ ঢেউ খেলানো বা নরম হয়ে যায়।

Advertisement

>> পাতায় বাদামি দাগ পড়ে, ছত্রাক জন্মায়।

>> বইয়ের মলাট আলগা হয়ে যেতে পারে।

>> পাতায় পোকা ধরে বা খেয়ে ফেলে।

>> বই থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যা শ্বাসতন্ত্রের জন্যও ক্ষতিকর হতে পারে।

Advertisement

যেভাবে বাঁচাবেন শখের বইগুলো

১. শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন

বইয়ের তাক এমন ঘরে রাখুন যেখানে বাতাস প্রবাহ থাকে। জানালার পাশে নয়, বরং খোলামেলা ও আলো-বাতাসে ভরা জায়গা নির্বাচন করুন। প্রয়োজনে ছোট ফ্যান বা ভেন্টিলেশন ফ্যান ব্যবহার করতে পারেন।

২. সিলিকা জেল বা কাঠকয়লার ব্যবহার

তাকের কোণে কয়েকটি ছোট প্যাকেট সিলিকা জেল রাখলে আর্দ্রতা শোষণ হয়। এটি একধরনের আর্দ্রতা-নিরোধক উপাদান। সিলিকা জেল না পেলে কাঠকয়লা ছোট পাত্রে রেখে দিলেও একই কাজ করে।

৩. গায়ে গায়ে লাগিয়ে বই রাখবেন না

বইগুলো এমনভাবে রাখুন যেন প্রতিটির মাঝখানে হালকা ফাঁকা জায়গা থাকে। এতে বাতাস চলাচল করতে পারে এবং আর্দ্রতা আটকে থাকে না। বই একটার সঙ্গে আরেকটা চেপে থাকলে ছত্রাক দ্রুত ছড়ায়।

৪. মাঝে মাঝে বই রোদে দিন

বর্ষাকাল হলেও মাঝে মাঝে রোদ ওঠে। এমন দিনগুলোতে বইগুলোকে এক থেকে দুই ঘণ্টার জন্য ছায়া-রোদের মধ্যে রেখে দিন। পুরোপুরি রোদে না দিলেও আলোযুক্ত শুকনো ঘরে খোলা অবস্থায় রাখলে বেশ উপকার হয়।

৫. তাক নিয়মিত পরিষ্কার করুন

তাকের ধুলাবালি জমতে দেবেন না। বুকসেলফটি নিয়মিত শুকনো কাপড় দিয়ে মুছে নিন। প্রয়োজনে পাতলা অ্যান্টিসেপটিক দ্রবণে সামান্য ভেজানো কাপড় দিয়েও মুছতে পারেন, তবে বউ যেন না ভিজে যায় সেদিকে খেয়াল রাখুন।

৬. কীটনাশক সাবধানে ব্যবহার করুন

বইয়ের পোকা প্রতিরোধে কিছু শুকনো নিমপাতা বা কর্পূর ব্যবহার করতে পারেন। তবে কীটনাশক পাউডার বা স্প্রে সরাসরি বইয়ের ওপরে ব্যবহার করা উচিত নয়, বরং আলাদা করে ছোট পাত্রে পাশে রেখে দিন।

৭. দুর্লভ বা প্রিয় বইগুলোকে প্লাস্টিক কভার দিয়ে মুড়ে রাখুন

বই শুধু জ্ঞান নয়, অনেক সময় আবেগ ও স্মৃতির মূর্ত রূপ। একটা পুরনো বইয়ের পাতায় থাকতে পারে বাবা-মায়ের লেখা, কিংবা ভালোবাসার কথা। তাই বর্ষার মতো অনিয়ন্ত্রিত আবহাওয়ায় বইকে সংরক্ষণ করতে প্রয়োজন একটু সচেতনতা আর যত্ন।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ন্যাশনাল লাইব্রেরি প্রিজারভেশন অফিস ইউএসএ, হার্ভার্ড লাইব্রেরি প্রিজারভেশন সেন্টার, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন গাইডলাইনস্ অন বুক স্টোরেজ

এএমপি/জেআইএম