লাইফস্টাইল

ঘরের যে দেয়ালে ঘড়ি রাখবেন না

ঘরের যে দেয়ালে ঘড়ি রাখবেন না

আপনার বাসার দেয়াল ঘড়িটি শুধুই সময় দেখার যন্ত্র নয়, এটি ঘরের সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘরের সামগ্রিক সৌন্দর্য, থিম ও আপনার রুচির প্রকাশ ঘটায় দেয়ালে থাকা ঘড়িটি। তবে ভুল দেয়ালে ঘড়ি টাঙ্গালে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই জেনে নিন, কোন কোন দেওয়ালে ঘড়ি না রাখা ভালো–

Advertisement

১. সরাসরি রোদের আলোয়

জানালা দিয়ে আসা সোনালী রোদের আলো ঘরকে ঝলমলে করে তোলে। এটি ঘরের পরিবেশের জন্যেও ভালো। কিন্তু যে দেয়ালটিতে সরাসরি রোদ পড়ে, সেটি ঘড়ি লাগানোর জন্য উপযুক্ত দেয়াল নয়।এমন দেয়ালে লাগালে একদিকে যেমন ঘড়ির রঙ নষ্ট হয়ে যেতে পারে, অন্যদিকে রোদের তাপে ঘড়ির সূক্ষ্ম যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই খোলা জানালার সামনে না রেখে ঘড়ি ছায়াযুক্ত জায়গা বেছে নিন।

২. দরজার ওপর

দরজার ওপরের জায়গাটি চোখের সীমার অনেকটা ওপরে হয়। তাছাড়া ঘড়ির সময় দেখার জন্য সেখানে বারবার তাকানো স্বস্তিদায়ক না।

৩. বসার জায়গার পেছনে

সোফা বা অন্য কেনো বসার জায়গার পেছনে আপনার শখের ঘড়িটি রাখলে সময় দেখতে বারবার ঘাড় ঘোরানো লাগে। এর বদলে পাশে টেবিলের উপরে বা পাশের দেয়ালে রাখলে ঘড়িটি দৃষ্টিসীমার মধ্যে থাকে। এতে ঘড়ির সৌন্দর্যও ঢাকা পড়বেনা।

Advertisement

৪. শোবার ঘরে বিছানার সামনে

খাটের ঠিক সামনেই ঘড়ি থাকলে তার টিক-টিক শব্দ অনেকের কাছে অস্বস্তিকর লাগে। আবার শুয়ে থেকে সারাক্ষণ চোখের সামনে ঘড়ি থাকলে মানসিকভাবে শান্ত হতেও অসুবিধা হতে পারে। তাই ঘুম যেন নষ্ট না হয়, সে কথা মাথায় রেখে শোবার ঘরে কম শব্দযুক্ত ঘড়ি ব্যবহার করুন। এবং সেটা সরাসরি চোখের সামনে না রেখে পাশের দেয়ালে রাখুন।

৫. তীব্র আর্দ্র বা ভাপযুক্ত জায়গায়

রান্নাঘর বা বাথরুমে আর্দ্রতা বেশি। এসব জায়গার দেয়ালে ঘড়ি রাখলে তার যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে, ফ্রেম বা কাঠ ফেটে যেতে পারে, কিংবা চাকচিক্য নষ্ট হয়ে যেতে পারে। যদি রাখতেই হলে পানি-রোধী মডেল বেছে নিন এবং সরাসরি স্টিম বা পানির কাছে রাখবেন না।

৬. খুব উঁচু বা নিচু রেখে দেওয়া

দাঁড়ানো অবস্থায় চোখের উচ্চতায় ঘড়ি রাখা ভালো। যদি খুব উপরে বা নিচে রাখেন, তাহলে ঘড়ি দেখা আরামদায়ক হয়না। তাই একদম নিচুতে বা অতিরিক্ত উঁচুতে ঘড়ি লাগাবেন না।

৭. ভিড়যুক্ত দেয়ালে

যেখানে অনেক ছবির ফ্রেম ও শোপিস আছে, সেই দেয়ালে ঘড়ি রাখলে তাতে চোখ যায় না। কিছুটা এলোমেলোও লাগতে পারে। তাই ফাঁকা দেয়াল বেছে নিন।

Advertisement

৮. গরম জায়গার কাছে

ইলেকট্রিক হিটার, গিজার, ফ্রিজ জাতীয় যন্ত্র, যেগুলো থেকে তাপ বের হয়, এমন যন্ত্রের কাছে ঘড়ি না রাখা ভালো। গুলোর কাছাকাছি রাখলে ঘড়ির মেটাল অংশ গরম হয়ে যেতে পারে, এমনকি বিকলও হয়ে যেতে পারে।

এই জিনিসগুলো মাথায় রেখে আপনার দেয়াল ঘড়িটি রাখার জন্য এমন দেয়াল বেছে নিন, যেখানে ঘড়িটি সহজে চোখে পড়ে এবং ঘরের অন্যান্য আসবারের সৌন্দর্য নষ্ট না করে।

সূত্র: দ্য গিয়ারস্ ক্লক

এএমপি/এমএস