বিনোদন

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এবার কত পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ

‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২০০০ সালে শুরু হয়েছিল। প্রথম সিজন থেকেই সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। যদিও চতুর্থ সিজন সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু তা তেমন জনপ্রিয় না হওয়ায় আবারও অমিতাভকে ফিরিয়ে আনা হয়। এতদিনে মোট ১৫টি সিজন সঞ্চালনা করেছেন অমিতাভ। এবার শোনা যাচ্ছিল, অমিতাভ আর নয়। সঞ্চালকের আসনে নাকি দেখা যাবে সালমান খানকে।

Advertisement

যদিও এসব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছে চ্যানেল, তাদের আস্থা অমিতাভের ওপরেই। ব্রিটিশ টেলিভিশনের ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়র’র অনুকরণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্ব নিতে অমিতাভকে অনুরোধ করেন নির্মাতারা। কিন্তু সে প্রস্তাবে প্রথমবার রাজি হননি তিনি। তখন বড়পর্দায় সাফল্যের মুখ একেবারেই দেখছিল না তার সিনেমাগুলো। সেই অবস্থায় ছোটপর্দায় কাজ করা কতটা সমীচীন হবে, তা নিয়ে দ্বিধায় ছিলেন অমিতাভ।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে লন্ডনের এলস্ট্রি স্টুডিওর মূল অনুষ্ঠানের লাইভ রেকর্ডিং দেখবেন বলে তিনি সিদ্ধান্ত নিলেন। ক্রিস ট্যারান্টের সঞ্চালনায় শুটিং দেখেন অভিনেতা। মনস্থির করেন, শোয়ের সঞ্চালনা করবেন। সেখান থেকে শুরু।

আরও পড়ুন:অমিতাভের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে জয়ার জবাবঅনুরাগীদের ভালোবাসায় আবেগে ভাসলেন অমিতাভ

১৭তম সিজনেও দেখা যাবে সেই অমিতাভ বচ্চনকেই। তিনি যেন এই অনুষ্ঠানের জন্য অপরিহার্য। গত কয়েক বছরে তাই নিজের পারিশ্রমিকও খানিক বাড়িয়েছেন অভিনেতা। আসন্ন সিজনে প্রতি পর্বে তিনি পাচ্ছেন প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকারও বেশি। আগামী ১১ আগস্ট থেকে নতুন সিজনের সম্প্রচার শুরু হবে।

Advertisement

এমএমএফ/জেআইএম