বিনোদন

সিনেমা পরিচালনায় আসছেন অরিজিৎ সিং

সিনেমা পরিচালনায় আসছেন অরিজিৎ সিং

গায়ক হিসেবে অরিজিৎ সিংয়ের পরিচয় নতুন কিছু নয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বহুল শ্রুত গায়কদের একজন তিনি। বলিউডের প্রায় সব সিনেমাতেই থাকে তার গান। এবার সংগীতের গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন তিনি। চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন অরিজিৎ।

Advertisement

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অরিজিৎ সিং ২০২৫ সালের শেষের দিকে পরিচালকের আসনে বসছেন। তার প্রথম চলচ্চিত্রটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার। ছবিটির প্রযোজনায় থাকছেন মহাবীর জৈন। তিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করছেন।

সূত্র জানায়, অনেকদিন ধরেই অরিজিৎ পরিচালক হওয়ার পরিকল্পনা করছিলেন। চুপিচুপি একটি চিত্রনাট্য তৈরি করছিলেন তিনি। অবশেষে তিনি সেই স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন এবং মহাবীর জৈনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির চিত্রনাট্য তিনি নিজে লিখেছেন কোয়েল সিংয়ের সঙ্গে মিলে।

সূত্র আরও জানায়, এটি হবে এক অনন্য ও অ্যাম্বিশাস প্রজেক্ট। এর জন্য একটি দক্ষ টিম নিয়ে প্রি-প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছেন অরিজিৎ। আগামী এক মাসের মধ্যেই শুরু হবে কাস্টিং। এখানে জাতীয় পর্যায়ে খ্যাতি সম্পন্ন তারকাদের রাখা হবে।

Advertisement

‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ধর্মী এই ছবিটি তৈরি করা হচ্ছে প্যান-ইন্ডিয়ান অডিয়েন্সের কথা মাথায় রেখে। চলচ্চিত্রটির স্ক্রিপ্ট ইতোমধ্যে চূড়ান্ত। এখন চলছে কাস্টিংয়ের প্রস্তুতি।

এলআইএ/এএসএম