বলিউডের অন্যতম সফল জুটি সালমান খান ও কবীর খান। ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’সহ তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই অভিনেতা ও পরিচালক। যার মধ্যে দুটি ছবিই ব্লকবাস্টার হিসেবে বক্স অফিসে ইতিহাস গড়েছে।
Advertisement
‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির এক দশক পূর্ণ হতে যাচ্ছে ১৭ জুলাই। এ উপলক্ষে পিংকভিলাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিনেমাটির সিক্যুয়েল ও সালমান খানের সঙ্গে সম্ভাব্য নতুন প্রজেক্ট নিয়ে মুখ খুললেন কবীর খান।
কবীর খান জানান, ‘আমি সব অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখি যাদের সঙ্গে কাজ করেছি। সালমানের সঙ্গে প্রায়ই নতুন আইডিয়া নিয়ে কথা হয়। আবারও তার সঙ্গে সিনেমা বানাতে চাই। তবে তা হতে হবে সঠিক গল্প ও সঠিক স্ক্রিপ্টের ভিত্তিতে। শুধু প্রস্তাব বা ঘোষণার জন্য আমরা কাজ করতে চাই না।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সম্প্রতি অনেক গল্প নিয়ে আলোচনা করছি। যদি কোনো গল্প আমাদের মনে ধরে, সেটা হতে পারে আমার পরবর্তী ঘোষণা।’
Advertisement
অনেকদিন ধরেই গুঞ্জন চলছে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে। এবার কবীর খান নিজেই জানালেন, ‘আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে কথা বলেছি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে, যখন সিক্যুয়েল ও ফ্র্যাঞ্চাইজ গুলো ভালো করছে তখন আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি। কারণ এমন একটি বিখ্যাত সিনেমার দ্বিতীয় পর্ব বানানো মানে শুধু ব্যবসা নয়, তার উত্তরাধিকার রক্ষা করাও জরুরি।’
তিনি আরও বলেন, ‘আমি চাই না, শুধুমাত্র বক্স অফিসের জন্য আমরা এই ছবি বানাই। যদি আমাদের সামনে এমন একটি গল্প আসে যা প্রথম ছবির মতোই শক্তিশালী তবেই আমরা কাজ শুরু করব। হতে পারে সেটা এখন, বা এক বছর পর।’
সিক্যুয়েল নিয়ে বরাবরই অনাগ্রহী ছিলেন কবীর খান। তবে ‘বজরঙ্গি ভাইজান’-এর প্রতি তার ভালোবাসা তাকে আলাদা ভাবতে বাধ্য করছে। ‘আমার ক্যারিয়ারে কখনোই আমি সিক্যুয়েল বানাইনি। তবে আমি জানি, ‘বজরঙ্গি ভাইজান ২’ দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আমি সেটি বানাতে চাই, তবে সঠিক কারণে। ভুল কারণে নয়’- যোগ করেন তিনি।
এলআইএ/এমএস
Advertisement