দেশজুড়ে

এনসিপির পথসভা ঘিরে ফরিদপুরে সজাগ ছাত্রদল, বিএনপির শুভ কামনা

এনসিপির পথসভা ঘিরে ফরিদপুরে সজাগ ছাত্রদল, বিএনপির শুভ কামনা

এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলার ছাত্রদল নেতারা। এছাড়া রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেন স্বাধীনভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সে বিষয়ে অভিমত দিয়েছেন জেলার বিএনপি নেতারা।

Advertisement

জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু জাগো নিউজকে বলেন, গোপালগঞ্জের মতো ঘটনা আশা করি ফরিদপুরে ঘটবে না। সেক্ষেত্রে স্বৈরাচার পতিত খুনি হাসিনার দলের কোনো অনুষ্ঠান কর্মসূচি আমরা ফরিদপুরে হতে দেবো না। এছাড়া অন্যান্য দল যার যার অনুষ্ঠান তাদের মতো করে করবে। আজকের এনসিপির পথসভায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী ও ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুজ্জামান রুকু জাগো নিউজকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি বিএনপি বিশ্বাসী। এনসিপিও গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে যদি তাদের কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পথ সুগম হবে।

জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরীয়া স্বপন জাগো নিউজকে বলেন, গোপালগঞ্জের ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। আজ ফরিদপুরে এনসিপি তাদের নিজেদের মতো করে পথসভা, কর্মসূচি করবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। তাদের সফলতা ও তাদের স্বাগত জানাই।

Advertisement

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা জাগো নিউজকে বলেন, একটি গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল তাদের অনুষ্ঠান, কর্মসূচি করবে এটা একটি স্বাভাবিক বিষয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

Advertisement