রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একদল শিক্ষার্থী।
Advertisement
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বিক্ষোভকারীরা ঢাবির জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ করে। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। তাই নিয়ে আওয়ামী লীগ ১৬ বছর রাজনীতি করেছে কিন্তু কোনোদিন বিচার করেনি।
আজ আওয়ামী লীগের করা হামলাগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনীতি করছে। কিন্তু ঘটনাগুলো আর বিচার করছে না।
Advertisement
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মেঘমল্লার বলেন, তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা নয় যদি তাই হয় তাহলেও কি হিন্দু বিচার পাওয়ার অধিকার রাখে না?
তিনি বলেন, তাদের চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে ফুটেজ খায় কিন্তু আমাদের মাঠের সংগ্রাম রাজপথে সংগ্রামে থাকে না। সেই মুখগুলোকে আর কোনোদিন প্রশ্রয় দেবেন না। আমাদের একেকজনের একেক রকম রাজনীতি থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ন্যূনতম যে মানবিক অধিকার সে মানবাধিকার রক্ষার লড়াইয়ে আমরা থাকবো।
এফএআর/এমআরএম
Advertisement