ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন ব্যবহার ও প্রচার কার্যক্রমে কিছু নির্দিষ্ট নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন রাখতে এসব নিয়ম মানা বাধ্যতামূলক করা হয়েছে।
Advertisement
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা, প্রত্যাহার কিংবা প্রচারকাজে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি বা ব্যান্ড পার্টি নিয়ে শোভাযাত্রা, মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না।
ভোটগ্রহণের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা প্রযোজ্য থাকবে। তবে নির্বাচনী এলাকায় চিফ রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসারের অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে, যা তদারকি করবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
ভোটের দিন প্রার্থী ও ভোটাররা ব্যক্তিগত পর্যায়ে বাইসাইকেল বা রিকশা ব্যবহার করে কেন্দ্রে আসতে পারবেন।
Advertisement
প্রচার কার্যক্রমের ক্ষেত্রেও নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। তবে রাত ১০টার পর মাইক ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে।
বিশ্ববিদ্যালয় এলাকায় শুধু ডাকসু বা হল সংসদের প্রার্থী এবং ভোটাররা প্রচারকাজে অংশ নিতে পারবেন। কোনো বহিরাগত ব্যক্তি প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারে যুক্ত হতে পারবেন না। এছাড়া নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনবোধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
এফএআর/এমএসএম
Advertisement