জুলাই: রক্তে লেখা প্রতিজ্ঞামো. রবিন ইসলাম
Advertisement
জুলাই, তুমি উষ্ণ অগ্নিবীজ,যার উত্তাপে পুড়েছে শোষণের প্রাচীন শর্বরী।তোমার প্রত্যুষে নেমেছে রক্তস্নাত প্রতিজ্ঞা,শহীদের উচ্চারণে জন্ম নিয়েছে বিজয়-ব্যাকরণ।
মৃত্যুর অনুরণন তুমি নও,তুমি জীবনের অমোঘ সংলাপ—যেখানে ব্যর্থতা নয়, ব্যথাই বিজয়-চূড়ায় পৌঁছে দেয়,আত্মত্যাগের ঋদ্ধ রসায়নে পুষ্প হয়ে ওঠে প্রাণ।
ম্লানতার মায়াজাল ছিঁড়েতুমি আত্মার গহীনে স্থাপিত এক দীপাঞ্জলি,যার শিখা উজ্জ্বল হয়—প্রতিটি অন্ধকারের প্রান্তে দাঁড়িয়ে।
Advertisement
জুলাই, তুমি সময় নয়, তুমি সমরচেতনার সংগীত,তোমার প্রতিটি নিঃশ্বাসে বাজে রাষ্ট্রপ্রেমের রণধ্বনি।তোমায় হৃদয়ের উপাসনাঘরেরেখেছি অর্ঘ্যের মত, সর্বত্যাগের শ্রেষ্ঠ রূপে।
****
জুলাই মানেবিলকিস নাহার মিতু
জুলাই মানে রক্তগঙ্গা জুলাই দ্রোহের আগুন,বাংলাদেশে জুলাই এলোহয়ে আরেক ফাগুন।
Advertisement
জুলাই মানে বজ্রধ্বনি গর্জে ওঠা স্বর,স্লোগান ছিল বুক পেতেছিপারলে গুলি কর।
জুলাই মানে মৃত্যু হাতেদেশকে রক্ষার পণ,শ্রদ্ধার আসন পাবে সবত্যাগী শহীদগণ।
এসইউ/এএসএম