বৃষ্টিহীন মেঘশাহানাজ শিউলী
Advertisement
এক অলৌকিক ঘোর অমানিশাচারিদিকে অজানা হৃৎকম্পকোথাও নেই প্রেমাঞ্চল রোদ্দুরআত্মার অন্তরভেদী আর্তনাদেকেঁপে ওঠে শূন্য ঘর।প্রীতির সাঁকো ভেঙে গেছে বহু আগে।সেতার বাজে না প্রকৃতির আঙুলেমেঘের আঁখিতে নেই দীপ্তময় ফোয়ারাঅন্তরীক্ষের বুকজুড়ে বৃষ্টিহীন মেঘ।
****
আষাঢ়ের বৃষ্টিবিপুল চন্দ্র রায়
Advertisement
আকাশে ঘন কালো মেঘে ঢাকা,গুরু গুরু মেঘের ডাক হাঁকে।বিদ্যুতের চমকে ঝলকে ওঠে আলো,ভেসে আসে বৃষ্টির মিষ্টি গান।পাতায় পাতায় জলকণা গাছের স্নান,মাটির সোঁদা গন্ধে ভরে ওঠে মন।শিশির ভেজা ঘাসফড়িংয়েরা নাচে,নতুন প্রাণের ছোঁয়া যেন সবখানে।শহরের কংক্রিটে, গ্রামের সবুজ মাঠে,বৃষ্টির ছন্দে যেন সব বাঁধা পড়ে।নতুন এক সুর বাজে প্রকৃতির বীণায়,আষাঢ়ের বৃষ্টিতে ধরণী জুড়ায়।
****
মেঘলা মনের হালকা বৃষ্টিউম্মে সালমা
আকাশটা অনেক মেঘলা, মনটা আজ একটুখানি একলা।জীবনটা হয়তো পরিবর্তিত, বৃষ্টি আজও অপরিবর্তিত। একলা মনে মেঘলা আকাশে করেছি শুধু একটাই জয়,বৃষ্টির টুপটাপ আবরণ। মেঘলা মনের হালকা বৃষ্টি,বৃষ্টির একেকটা ফোঁটা সৃষ্টির নতুন আবির্ভাব;বিশ্বাস করি বৃষ্টির মাঝেও আছে নতুন কোনো সৃষ্টি।
Advertisement
ঝরে অবিরত অঝোর বৃষ্টিতে নদী-নালা অতল সমুদ্র এই অতল সমুদ্রেরও হয়তো নতুন নামের আবির্ভাব।যা হয়তো মানুষেরও জানা, হয়তো অজানা নয় বলেমেঘলা মনের মতো না হলেও হালকা বৃষ্টির আবির্ভাব। ছুঁয়ে যায় আমায়, নতুন সৃষ্টিতে মেঘলা মনের বৃষ্টিতে।
****
শ্রাবণধারায় আহ্বাননাহিদ হোসাইন
আজ বর্ষার অবিশ্রান্ত ধারায়নিঃশব্দ স্রোতের মতো আমার মনভেসে চলে তোমার খোঁজে—তবে তুমিও কি আমার মতোই খুঁজছোহৃদয়ে কী জাগছে একাকিত্বের দহন?
এসো, আজ বৃষ্টি হয়ে নামি দুজনে,বটবৃক্ষের পাতায় একাকী নির্জনেমুছে যাক অভিমানের লিখন,রিমঝিম স্পর্শে ধুয়ে যাক মৌনতা।তুমি নেমে এসো, ঝুম বৃষ্টির তালেতোমার পদধ্বনিতে আসবে প্রণয়ের পূর্ণতা।
এসইউ/জিকেএস