দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আবারও কয়েকদিন আগে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার একেএম মোস্তাফিজুর রহমান।
Advertisement
মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে আজ (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাগো নিউজকে বলেন, ‘সকালে গাজী ভাইয়ের (ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সংকটাপন্ন। তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তিনি ফরিদা আপার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।’
এদিকে গত রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজী ভাই আরও বলেছেন, ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন।’
ফরিদা পারভীন কয়েক বছর ধরে কিডনির ও শ্বাসকষ্টজনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত এ সংগীতশিল্পী।
Advertisement
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।
এমএমএফ/জিকেএস