গীতিকবি তারেক আনন্দের কথায় প্রকাশ পেয়েছে একসঙ্গে দুটি গান। ভিন্ন ঘরানার গান দুটির শিরোনাম ‘বিশ্বাস ছিল রে’ ও ‘ঠোঁট পেন্সিল’। দুটি গানেই ভিন্ন সুর, ভিন্ন আবহ ও মনের আকুলতা প্রকাশ পেয়েছে।
Advertisement
লোকগানের ঘরানায় তৈরি ‘বিশ্বাস ছিল রে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় বাউলশিল্পী সুকুমার। গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী এবং সংগীতায়োজন করেছেন প্রীতম চন্দ্র। গানের ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা। প্রকাশ করেছে জেএল মিউজিক।
অন্যদিকে ‘ঠোঁট পেন্সিল’ আধুনিক রোমান্টিক ধাঁচের গান। কণ্ঠ দিয়েছেন কনা ও তামিম। সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। ই-মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ভিডিওতে তামিমের সঙ্গে মডেল হয়েছেন শাম্মি রহমান।
‘বিশ্বাস ছিল রে’ গান নিয়ে বাউল সুকুমার বলেন, ‘আমি যে ধরনের গান গাই, ‘বিশ্বাস ছিল রে’ সেই ধাঁচেই লেখা ও সুর করা। মনে হচ্ছে গানটা আমাকে মাথায় রেখেই বানানো হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’
Advertisement
কনাও তার গানটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, ‘‘ঠোঁট পেন্সিল’ রোমান্টিক কথামালার একটি আধুনিক গান। কথাও ভালো, সুরও সুন্দর। তামিমও চমৎকার গেয়েছেন।’
গীতিকবি তারেক আনন্দের ভাষ্য, ‘দুটি গানই আমার হৃদয়ের কাছের অনুভব থেকে লেখা। দুটি আলাদা ঘরানার গান, একই সময়ে প্রকাশ হয়েছে। খানিকটা প্রতিযোগিতার আমেজেও ভালো লাগছে। গানগুলোর সুর ও সংগীত আয়োজন সুন্দর হয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
এলআইএ/জেআইএম
Advertisement