খেলাধুলা

কিংয়ের ৭৫, শেষ বিকেলে সিলসের জোড়া আঘাত, চাপে অস্ট্রেলিয়া

কিংয়ের ৭৫, শেষ বিকেলে সিলসের জোড়া আঘাত, চাপে অস্ট্রেলিয়া

গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া চাপে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ৪৫ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে অসিরা, তবে শেষ বিকেলে দুই ওপেনারকে হারানোটা পীড়া দিচ্ছে সফরকারীদের।

Advertisement

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে অলআউট করেছে অস্টেলিয়া। ৩৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অসিরা। দিনের শেষ দিকে ৬ ওভার ব্যাট করে ২ উইকেটে ১২ রান করে প্যাট কামিন্সের দল। অসি ওপেনার স্যাম কনস্টাস ৪ বলে ০ আর উসমান খাজা ১১ বলে ২ রানে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই শিকার করেন জাইডেন সিলস।

এর আগে প্রথম ইনিংসে আরও আগেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু ব্রান্ডন কিংয়ের ৭৫ রানের (১০৮ বলে) ইনিংসের কারণে সেটি করতে পারেনি অসিরা। ডানহাতি ব্যাটারের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এদিন নিজেদের প্রথম ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন জন ক্যাম্বেল। শামার জোসেফ ২৯, আলজারি জোসেফ ২৭ ও শাই হোপ ২১ রান করেন। বাকিদের কেউ ২০ রানের কোটা পার হতে পারেননি।

Advertisement

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে নাথান লিয়ন ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। মিচেল স্টার্ক, ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার নেন ১টি করে উইকেট।

গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিনে মোট ১২ উইকেটের পতন হয়।

এমএইচ/এমএস

Advertisement