জাতীয়

হাটহাজারীতে দুর্ভোগে অন্তত ৮ হাজার মানুষ

হাটহাজারীতে দুর্ভোগে অন্তত ৮ হাজার মানুষ

অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তাঘাট, তৈরি হয় জলাবদ্ধতা। চট্টগ্রামের হাটহাজারীর অন্তত ৮ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় বর্ষাকালে। তাদের এ সমস্যা দেখার যেন কেউ নেই। হাটহাজারীর অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বেহাল। বিশেষ করে ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়, দারুল মোস্তফা দাখিল মাদরাসা, হেলাল চৌধুরী নুরানি মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মদনহাট নামার বাজার এলাকার ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। এসব এলাকার মানুষ প্রতিদিন সড়কে জমে থাকা পানি ডিঙিয়ে যান কর্মস্থলে।

Advertisement

হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনুমানিক পাঁচশ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। শুষ্ক কিংবা বর্ষা মৌসুমে প্রতিনিয়তই স্থানীয়রা দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচল করতে গিয়ে।

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, সড়কের পানি ডিঙিয়ে খানাখন্দে ভরা সড়ক দিয়ে স্কুলে যেতে হয়।

হাটহাজারীর ছাত্রদল নেতা মো. রাসেল বলেন, সড়ক নিয়ে এ ধরনের দুর্ভোগ এলাকার কোথাও নেই। জনপ্রতিনিধিদের দৃষ্টিতে কেন পড়ছে না বিষয়টি জানা নেই।

Advertisement

ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুছা জানান, ওই সড়কের কিছু অংশের কাজ আগে সম্পন্ন হয়েছে। বরাদ্দ না পাওয়ায় বাকি অংশটুকুর কাজ হয়নি।

হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন করলে আশা করছি সড়কটির কাজ করা যাবে।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে একটা আবেদন করলে কিছুদিনের মধ্যে সড়কের বাকি অংশের কাজ করে দেওয়া যাবে বলে আশা করছি।

এসএনআর/এমএস

Advertisement