শিক্ষা

এক লাখ শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া স্থগিত

এক লাখ শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া স্থগিত

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ শিক্ষক নিয়োগের আবেদনপ্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (৩ জুলাই) রাত ৮টা থেকে এ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকবে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

Advertisement

বুধবার (৩ জুলাই) বিকেলে এনটিআরসিএর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ২২ জুন থেকে শুরু হওয়া এ আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত। তবে কারিগরি ত্রুটির কারণে এর আগেই তা স্থগিত করা হলো।

Advertisement

এএএইচ/এমএএইচ/জেআইএম