দেশজুড়ে

ধর্ষণের শিকার হয়ে বিষপান, হাসপাতালে তরুণীর মৃত্যু

ধর্ষণের শিকার হয়ে বিষপান, হাসপাতালে তরুণীর মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে ধর্ষণের পর বিষপান করে হাসপাতালে ভর্তি থাকা এক তরুণীর মৃত্যু হয়েছে।

Advertisement

১৫ দিন চিকিৎসাধীন থাকার শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত তরুণী বোচাগঞ্জ উপজেলার কোদালকাটি গ্রামের বাসিন্দা।

এর আগে তাকে গত ২১ জুন প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ২৮ জুন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

Advertisement

জানা যায়, ধর্ষণের ঘটনায় নিহত তরুণীর বাবা গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক মো. মোসলেম উদ্দিন (৫৮) ভুক্তভোগী তরুণীর বাবার প্রতিবেশী চাচা। সেই সম্পর্কে ওই তরুণী তাকে দাদা বলে ডাকতো এবং অভিযুক্তের স্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে থাকতো। গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তরুণী বিষপান করে। পরে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ্য হলে সে জানায় দাদা সম্পর্কের ওই ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই ধর্ষণ করত। ২৭ মে রাতেও ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ২১ জুন লোকলজ্জায় সে বিষপান করে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ৩০ জুন বোচাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ দিমেক হাসাপাতালের মর্গে রয়েছে। রোববার ময়নাতদন্ত হবে।

Advertisement

এমদাদুল হক মিলন/এমএন/এমএস