দেশজুড়ে

ভিজিএফের কার্ড নিয়ে বিরোধে যুবক খুন, বিএনপি কর্মী গ্রেফতার

ভিজিএফের কার্ড নিয়ে বিরোধে যুবক খুন, বিএনপি কর্মী গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে দুস্থ ভাতার (ভিজিএফ) কার্ড ও চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহাবুল মাস্টার (৫২) নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।

বুধবার রাতে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের (৩২) সঙ্গে আব্দুল আজিজের দীর্ঘদিন ধরে ভিজিএফ কার্ডের অনলাইন আবেদন ও চাঁদা আদায়কে ঘিরে বিরোধ চলছিল। বুধবার রাতে আজিজ ও বিজয় নামের অপর এক যুবক বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় পলাশের ছুরিকাঘাতে নিহত হন আজিজ।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুরের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

নিহত আব্দুল আজিজ স্থানীয় খেলাফত উদ্দীনের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী বলে দাবি করেন স্থানীয়রা।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় আটক মাহাবুল মাস্টার মথুরাপুর কলেজপাড়া এলাকার মৃত মৌলা বক্সের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ১১ জুন মথুরাপুর ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ‘মোরগ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

Advertisement

মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সেন্টু বলেন, মাহাবুল মাস্টার আমাদের দলের সক্রিয় সদস্য। সম্প্রতি কমিটির নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। তবে তিনি কমিটির কোনো পদে নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ভিজিএফের কার্ডের অনলাইন আবেদন নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। ঘটনার পরপরই র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাহাবুল মাস্টারকে আটক করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস