চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম শেখ সাইফুর রহমান।
Advertisement
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম টৈটং সড়কের বাঁশখালী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি ৫ লাখ টাকা দামের আর-১৫ মডেলের বাইক জব্দ করে পুলিশ। গ্রেফতার সাইফুরের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামে।
আরও পড়ুন ডেকে নিয়ে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে ঢাকায় ৪৬ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতারপুলিশ জানিয়েছে, উদ্ধার ইয়াবাগুলো কক্সবাজার থেকে সাতক্ষীরায় পাচার করা হচ্ছিল। চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত বাইকটি জব্দ করা হয়। এ বিষয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
Advertisement
এমডিআইএইচ/এএমএ/জিকেএস