অনলাইনে কেনাকাটা এখন খুবই সাধারণ। ঘরে বসে ওষুধ থেকে শুরু করে জামাকাপড়, ফার্নিচার, দৈনন্দিন বাজার সবই করছেন অনলাইনে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা রাখছে। তবে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকেছেন এমন ঘটনাও কম নয়।
Advertisement
এজন্য নকল ওয়েবসাইট থেকে কেনাকাটার ব্যাপারে সাবধান হোন। এখন প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট আসল নাকি নকল চিনবেন কীভাবে। এর কয়েকটি উপায় আছে, চলুন জেনে নেওয়া যাক সেসব-
অ্যাড্রেস বার চেক করুনআপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন, তার অ্যাড্রেস বার চেক করতে হবে। যদি এতে ‘এইচটিটিপিএস’ থাকে তাহলে বুঝতে হবে সেটি নিরাপদ ওয়েবসাইট। একটা সাইটে ‘এস’ থাকা মানেই তা নিরাপদ, ‘এস’ না থাকলে সেই ওয়েবসাইট ভিজিট করা উচিত নয়।
ওয়েবসাইটের গ্রামার চেক করুনওয়েবসাইটেও ইউআরএল ভালোভাবে খেয়াল করুন। কোনো বানান ভুল আছে কি না। যদি ইউআরএলে কোনো ব্যাকরণগত ভুল দেখেন বা বাক্যটি সম্পূর্ণরূপে আপনাকে দেখানো না হয়, বা যদি কোনো বানান ভুল থাকে, তাহলে সেই ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়।
Advertisement
কোনো ওয়েবসাইট নিয়ে যদি আপনার মনে সন্দেহ থাকে, তাহলে তার অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস অপশনটা ভালো করে পরীক্ষা করুন। এখান থেকে আপনি ওয়েবসাইট, সেই সাইটের ডেভেলপার-সহ কর্মীদের সম্পর্কে জানতে পারেন। আবার সেই সংস্থার লিংকডইন ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও চেক করে নিতে পারেন।
পপ-আপ এবং বিজ্ঞাপনএকটা ওয়েবসাইটে ঢুকে আপনি যদি প্রচুর বিজ্ঞাপন এবং পপ-আপ দেখতে পান, তাহলে সেগুলির কোনোটিতে ক্লিক করবেন না। ব্রাউজারও বন্ধ করুন। আপনি যদি এগুলো মানতে না পারেন, তাহলে সাইবার কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন।
অনলাইন ওয়েবসাইট চেকার ব্যবহার করুনঅনলাইনে বেশ কিছু চেকার ওয়েবসাইট রয়েছে, যারা অন্যান্য সাইটের সত্যতা যাচাই করে। সেই অনলাইন চেকারগুলো থেকে জানা যায়, কোন সাইট আসল আর কোনটি নকল। আপনাকে প্রতারণামূলক ওয়েবসাইটের শিকার হওয়া থেকে আটকাতে পারে এই চেকারগুলো।
আরও পড়ুন
Advertisement
কেএসকে/এমএস