দেশজুড়ে

শুক্রবার থেকে বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

শুক্রবার থেকে বাউবির এইচএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা শুক্রবার (৪ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে।

Advertisement

বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে ২৪৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এদের মধ্যে ২২ হাজার ৪৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯৬৪ জন নারী।

বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্র-শনিবার সকাল-বিকেল পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাউবির তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক মো. খালেকুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এছাড়া বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

বিস্তারিত বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস

Advertisement