অর্থনীতি

সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন

সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন

সিটি ব্যাংক সম্প্রতি ঢাকার এক হোটেলে সফলভাবে শাখা অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বিএএমএলসিও) কনফারেন্স ২০২৫ আয়োজন করেছে। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য ছিল- ‘স্ট্রেনদেনিং অ্যঅন্টি মানি লন্ডারিং প্র্যাকটিসেস ফর সেফার ফিন্যান্সিয়াল ফিউচার’।

Advertisement

সিটি ব্যাংকের সারা দেশের সব শাখা থেকে আগত দুই শতাধিক শাখা অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (বিএএমএলসিও) এই সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহিনুল ইসলাম।

আরও পড়ুন আন্দোলন এখন গলার কাঁটা, ‘গণক্ষমা’ পেতে চান এনবিআর কর্মকর্তারা অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার ও বিএএমএলসিও মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

একাধিক তথ্যবহুল অধিবেশনের মধ্যে বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক রুমান আহমেদ এবং উপ-পরিচালক সুদীপ্ত ঘোষ ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং প্রতিরোধ কমপ্লায়েন্স অনুসরণের গুরুত্ব এবং আর্থিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।

এই কনফারেন্স দেশের ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের শাখা পর্যায়ে মানি লন্ডারিং প্রতিরোধ চর্চা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

ইএআর/কেএসআর/এএসএম

Advertisement