দেশজুড়ে

স্ত্রীর সামনেই ট্রেনের ধাক্কায় মারা গেলেন স্বামী

স্ত্রীর সামনেই ট্রেনের ধাক্কায় মারা গেলেন স্বামী

ফরিদপুরের ভাঙ্গায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে স্ত্রীর সামনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সোলেমান কাজী (৭০) নামে এক বৃদ্ধ।

Advertisement

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বালিয়াচরা খাল সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সোলেমান কাজী উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সোলেমান কাজী একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। রেললাইন দিয়ে বালিয়াচড়া মাদরাসা মাঠে আসার সময় যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যান তিনি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, স্বামী-স্ত্রী মিলে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু হয়েছে। এটি রেল পুলিশের বিষয়, তাদের খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Advertisement

এন কে বি নয়ন/এফএ/এমএস