হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
Advertisement
জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নরধন দাস শহরের দেয়ানত রাম সাহার বাড়ির ডাকঘর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে তিনটার দিকে জনির বাবা নরধন দাসের বাড়িতে এক চোর চুরি করতে ঢোকে। এসময় প্রকৃতির ডাকে সাড়া দিতে জনি ঘর থেকে বের হয়। বাইরে বেরিয়েই সে চোরকে দেখতে পায় এবং চিৎকার শুরু করে। এসময় চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনির শরীরে এলোপাতাড়ি আঘাত করে। তখন জনির বড়ভাই জীবন দাস জয় বের হলে চোর তাকেও আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে জনিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
Advertisement
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জিকেএস