বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কেএনএফের কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
Advertisement
বুধবার (২ জুলাই) গভীর রাতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পলি প্রাংসা এলাকায় এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
আইএসপিয়ার সূত্রে জানা যায়, রুমার পাইন্দু ইউনিয়নের পলি প্রাংসার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফের সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল।
Advertisement
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফের সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে আত্মরক্ষার্থে সেনা সদস্যরা পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান কেএনএফের কমান্ডার মেজর পুটিংসহ দুজন।
পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।
নয়ন চক্রবর্তী/এফএ/জেডএইচ/এএসএম
Advertisement