জাতীয়

ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক, সম্পাদক নাজমুল

ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক, সম্পাদক নাজমুল

ধানমন্ডি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) সন্ধ্যায় ধানমন্ডি ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ধানমন্ডি সোসাইটির ২০২৫-২০২৭ সালের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোসাদ্দেক হাবিব মিতু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল ওয়াসিক খান অলক। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি এ কামাল অনু, লতিফুল বারি, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আফজাল, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ উল্লাহ (অংকুর), আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ অনীক রুশদ হক, দপ্তর সম্পাদক মো. শরিফুল হক, কমিউনিটি স্বাস্থ্য সম্পাদক ডা. নাভীদ আসিফ আহমেদ, জন সংযোগ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুশরা ফারুক, পরিবেশ সম্পাদক মো. তারেক রহমান, মহিলা সম্পাদক ডাঃ তাসরীনা রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুর রহমান পিটার, জন কল্যাণ সম্পাদক খুরশিদ আলম খান, তথ্য ও যোগাযোগ সম্পাদক খান মোঃ উসামা সালেহীন। সদস্য নির্বাচিত হয়েছেন আকবর হায়দার, শাহরিয়ার আহমেদ সৈকত, কাজী রিজওয়ান মোমিনুল হক, মোঃ শরিফুল ইসলাম চৌধুরী, মইনুল হক চৌধুরী, ও খাজা তাছিন আহমেদ নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোসাদ্দেক হাবিব বলেন, ধানমন্ডি এলাকাকে নিরাপদ এবং সুন্দর করতে সোসাইটি যে কাজ করে যাচ্ছে আমরা সে ধারাবাহিকতা ধরে রাখবো। একই সঙ্গে কমিটির সদস্য এবং বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে কীভাবে সব সমস্যার সমাধান করা যায় সে উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল ওয়াসিক খান বলেন, ফুটপাত দখল থেকে শুরু করে নানান ধরনের সমস্যা আবাসিকে ছিল। আমরা ধীরে ধীরে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এরইমধ্যে অনেক সমস্যা সমাধানের দিকে। ধানমন্ডির বাসিন্দাদের সহায়তায় এই এলাকাকে একটি আদর্শ আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য।

Advertisement

এমএমএ/এসএনআর/জিকেএস