দেশজুড়ে

আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে: প্রিন্স

আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে: প্রিন্স

আবার নির্বাচন নিয়ে যড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

Advertisement

তিনি বলেন, একটি মহল জটিলতা ও সংঘাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায়। তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘ মেয়াদে ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চান

সোমবার (৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বনগ্রাম বাজারে বিলডোরা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‌‘কয়েকটি দলের নেতা লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউটার্ন নিয়ে নির্বাচন বিলম্বিত ও নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা নিত্যনতুন ইস্যু সামনে এনে উস্কানি ও উত্তেজনামূলক বক্তব্য দিয়ে জটিলতা ও বিভাজন সৃষ্টি করছেন। জনগণ ও গণতন্ত্রের প্রতি তাদের যদি আস্থা থাকে, তবে তারা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে নির্বাচনের পথে হাঁটবেন।’

Advertisement

তিনি আরও বলেন, ‘নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছেন। তাদের স্বাগত জানাই। জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে। মব করে সংসদ জয় করা যাবে না।’

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

Advertisement