খেলাধুলা

ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)

ছক্কা হাঁকানোর পর মাঠেই ভারতীয় ক্রিকেটারের মৃত্যু (ভিডিও)

ক্রিকেটে যুক্ত হয়েছে হৃদয়বিদারক আরও এক অধ্যায়। খেলতে খেলতেই মারা গেছেন ভারতীয় এক ক্রিকেটার। সেটিও আবার এমন মুহূর্তে ঘটেছে, যা রীতিমতো হতবাক করেছে সবাইকে।

Advertisement

গতকাল রোববার ম্যাচ চলাকালীন সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হরজিৎ সিং নামের এক ব্যাটার। পাঞ্জাবের ফিরোজপুরের গুরহর সহায় এলাকার ডিএভি স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। অথচ কয়েক সেকেন্ড আগে সজোরে এক ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

এক ভিডিওতে দেখা যায়, ছক্কা হাঁকানোর পর ক্রিজের মধ্যে বসে পড়েন হরজিৎ। ওই সময় নন-স্ট্রাইক প্রান্তের দাঁড়িয়ে থাকা সঙ্গীও এসে তার পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর মাটিতে লুটিয়ে পড়েন হরজিৎ। তখন মাঠে উপস্থিত সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ব্যাটিংয়ের সময় হরজিৎ সিংয়ের পরনে ছিল সাদা-কালো টি-শার্ট। জ্ঞান হারিয়ে ফেলার পর কিছু খেলোয়াড় তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হরজিৎকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটার কাঠমিস্ত্রির কাজ করতেন।

Advertisement

ख़ौफ़नाक दृश्य।पंजाब के फिरोजपुर में क्रिकेट खेलते वक़्त एक खिलाड़ी ने जैसे ही ज़बरदस्त छक्का मारा,अचानक दिल का दौरा पड़ा और उसी मैदान पर दम तोड़ दिया।ज़िंदगी वाकई पल भर की मेहमान है…#Firozpur #HeartAttack #Cricketer pic.twitter.com/AsM3evT01T

— Ankit Rajput (@AnkitKu50823807) June 29, 2025

ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল ছড়িয়ে পড়ে।

এর আগে গত বছর জুনে মুম্বাইয়ে ম্যাচ চলাকালীন ছক্কা মারার পর আরও এক ব্যাটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কাশ্মিরা এলাকায় একটি বক্স ক্রিকেট ম্যাচে ওই ঘটনা ঘটে। ম্যাচে এক যুবক বড় ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

এমএইচ/জিকেএস

Advertisement