রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক কারবারির গুলিতে লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন বাপ্পী, আবু খালিদ সাইফুল্লাহ ও কামরুল হাসান।
Advertisement
রোববার তাদের ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৯ জুন দিনগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল মাদক কারবারিদের গাড়ি গতিরোধ করে। এ সময় মাদক কারবারিরা গাড়ি থামিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে।
পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। এ ঘটনায় ওইদিনই ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিঠুন উদ্দিন খান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
Advertisement
এমআইএন/কেএএ/