যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ১০৪ জন। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৪১ জন। মার্কিন অঙ্গরাজ্যটিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
Advertisement
গত শুক্রবারের বন্যায় ক্যারি কাউন্টেতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আনুমানিক ৭৫ জন মারা গেছে সেখানে।
সেখানে মিস্টিক নামে মেয়েদের একটি সামার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে শিক্ষার্থী এবং কর্মীসহ ২৭ জন নিহত হন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জন মেয়ে এবং ক্যাম্প কাউন্সিলর এখনো নিখোঁজ।
আরও পড়ুন>>
Advertisement
অন্যান্য ক্ষতিগ্রস্ত কাউন্টিগুলোর মধ্যে রয়েছে ট্র্যাভিস, বার্নেট, উইলিয়ামসন, কিন্ডল এবং টম গ্রিন কাউন্টি।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এবং অনুসন্ধান চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনো অনেক মরদেহ শনাক্ত করা যায়নি।
তীব্র আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলতে পারে। একইসাথে কাদা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় উদ্ধারকারী দলগুলো বিষাক্ত সাপের মুখোমুখিও হতে পারে।
রোববার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করবে।
Advertisement
অন্যদিকে, জাতীয় আবহাওয়া সতর্কতা সংস্থা এনডব্লিউএসের বাজেট কমানো দুর্যোগ ত্রাণকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ।
সূত্র: বিবিসি বাংলাকেএএ/