আইবিএ স্পিরিট অব দ্য কম্পিটিশন পুরস্কার অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। নেদারল্যান্ডের হেগে আইসিসি মুট কোর্ট কম্পিটিশনে এ পুরস্কার লাভ করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ।
Advertisement
এর আগে ১১ জুন থেকে ১৮ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী এবং দীপান্বিতা চাকমা। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সালসাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. রাফি ইবনে মাসুদ।
প্রতিযোগিতায় বিশ্বের ৪৫টি দেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮ টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তরে বিতর্কে অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান মো. দিদারুল ইসলাম ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, বরং দেশের আইন শিক্ষার একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যৎ আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
আরএইচ/এমএস