শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে শাহিনুর বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসুদেবচাপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর বেগম একই এলাকার শাহ জামালের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী মৃগী রোগী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি রান্নার জন্য কিছু মাছ কেটে সেগুলো ধুতে পুকুর ঘাটে নেমেছিলেন। এরপর থেকেই তাকে আর দেখতে পাননি স্বজনরা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
Advertisement
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিধান মজুমদার অনি/এসআর/এমএস