কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন চাষি ও ব্যবসায়ীরা।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
এতে প্রায় দেড় ঘণ্টা কুড়িগ্রাম-রংপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
অবরোধকারীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বে চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারে ভাড়া বৃদ্ধি করেছেন মালিকরা।
Advertisement
তারা জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এ বছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় হিমাগারে কেজিপ্রতি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান চাষিরা।
আলু চাষি আফজাল মিয়া ও মোজাফ্ফর আলী বলেন, গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকার ওপর। এমনিতে আলুর দাম কম, আর যদি হিমাগার ভাড়া এত বেশি দেই, কীভাবে আমরা কৃষকরা বাঁচবো।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। উভয়পক্ষকে ডাকা হয়েছে, বিষয়টি আলোচনা করে সমাধান করা হবে।
রোকনুজ্জামান মানু/জেডএইচ/এমএস
Advertisement