রাজনীতি

কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন: আমিনুল হক

কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন: আমিনুল হক

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

Advertisement

তিনি বলেন, বিদেশি শক্তি এবং পতিত আওয়ামী স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় কোনো কোনো উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছেন।

রোববার (২৯ জুন) পল্লবী ও রূপনগর থানা বিএনপি আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশ গড়বে একটি মানবিক রাষ্ট্র। এই মানবিক বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

আরও পড়ুন

সব প্রস্তাবে একমত হতে বললে আলোচনার জন্য ডাকা হলো কেন: সালাহউদ্দিন দ্বিকক্ষবিশিষ্ট সংসদে একমত সব দল, আনুপাতিক ভোটে অনৈক্য: আলী রীয়াজ

আওয়ামী শাসনের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছর ধরে সত্য বলার কারণে জনগণ নির্যাতনের শিকার হয়েছে। দেশের মানুষের ওপরে আওয়ামী স্বৈরাচার সরকারের কোনো আস্থা ছিল না। বরং জনগণের অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।

বিএনপি জনগণের মত ও চাহিদার ভিত্তিতেই পরিচালিত হয় এবং হবেও উল্লেখ করে আমিনুল হক বলেন, আওয়ামী দোসরদের দলে স্থান দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন সদস্য সংগ্রহে আমরা সেইসব ভালো মানুষ দলে আনতে চাই, যাদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে।

মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে, একটি একটি করে পরিবার ধ্বংস হচ্ছে। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তারা এখনই ভালো হয়ে যান। নাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ জাতি গড়তে পরিবর্তন আবশ্যক।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান ও রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক। এতে মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ দলের নেতারা বক্তব্য দেন।

এমএইচএ/কেএসআর/এমএস