দেশজুড়ে

যারা নির্বাচনকে ভয় পায় তারাই নতুন ইস্যু খুঁজছে: প্রিন্স

যারা নির্বাচনকে ভয় পায় তারাই নতুন ইস্যু খুঁজছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনকে বিলম্বিত ও অনিশ্চিত করতে নতুন ইস্যু খুঁজছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

Advertisement

রোববার (২৯ জুন) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়েছে, তারা জনগণের ওপর আস্থার পরিবর্তে কূটকৌশল করে নির্বাচন ছাড়াই ক্ষমতার স্বাদ নিতে চায়। নিরপেক্ষ নির্বাচনে প্রাপ্তির বিষয়ে তারা অবগত। কেউ কেউ আসন পাওয়ার জন্য বিএনপিকে চাপে রাখতে নিত্য নতুন দাবি করছে।

তিনি আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে রোজার আগেই নির্বাচনের টাইমলাইন জানার পর কিছু দল দিশেহারা। এজন্য নির্বাচন বিলম্বিত ও সুযোগ পেলে নস্যাত করতে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি করা হচ্ছে।

Advertisement

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস