মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্বোডিয়ার পণ্যের ওপর ঘোষিত ৪৯ শতাংশ শুল্ক কমিয়ে ৩৬ শতাংশ করেছেন। এই সিদ্ধান্তকে বড় জয় হিসেবে অভিহিত করেছেন কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রধান বাণিজ্য আলোচক সান চানথল।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি আমাদের জন্য আলোচনার প্রথম ধাপে একটি বিশাল জয়। আমরা অত্যন্ত সফলভাবে আলোচনা করেছি।
আরও পড়ুন>
ট্রাম্পের নতুন ঘোষণায় কোন দেশের ওপর কত শুল্ক? যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশট্রাম্প গত এপ্রিল মাসে তার বৈশ্বিক শুল্ক পরিকল্পনার অংশ হিসেবে কম্বোডিয়াকে সতর্ক করে বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হয়, তাহলে দেশটির পণ্যের ওপর ৪৯ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
Advertisement
তবে সোমবার তিনি এই হুমকি শুল্ক কমিয়ে ৩৬ শতাংশে নামিয়ে আনেন এবং আলোচনার সময়সীমা ১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন।
উপপ্রধানমন্ত্রী চানথল আরও বলেন, আমাদের এখনও সুযোগ আছে আলোচনার মাধ্যমে শুল্ক আরও কমিয়ে আনার।
এই ঘোষণাকে কম্বোডিয়ার জন্য ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (৭ জুলাই) এক ঘোষণায় বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ওপর উচ্চ হারে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক পড়েছে মিয়ানমার ও লাওসের ওপর। বাংলাদেশকে ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।
Advertisement
ট্রাম্পের চিঠি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে এই নতুন শুল্কহার কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, এই সময়সীমা ‘শতভাগ চূড়ান্ত নয়’। অর্থাৎ আগামী তিন সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা হলে শুল্কহারের পরিবর্তন হতে পারে।
সূত্র: এএফপি
এমএসএম