খেলাধুলা

পাঁচ মিডফিল্ডার নিয়ে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ

পাঁচ মিডফিল্ডার নিয়ে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ মাঠে নেমেছে সন্ধ্যা সাড়ে ৬ টায়। মিয়ানমারের ইয়াংগুনে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। শক্তিতে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছেন ৫ মিডফিল্ডার নিয়ে।

Advertisement

গোলরক্ষক রূপনা চাকমার সামনে তিন ডিফেন্ডার আফঈদা খন্দকার, শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। মাঝ মাঠে মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু ও শামসুন্নাহার জুনিয়রকে খেলাবেন পিটার।

আক্রমণভাগে থাকবেন ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন।

বাংলাদেশ একাদশরূপনা চাকমা, আফঈদা খন্দকার, শিউলি আজিম, শামুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুন।

Advertisement

আরআই/আইএইচএস/