খেলাধুলা

মিয়ানমারের বিশাল জয় দেখে মাঠে নামছে বাংলাদেশ

মিয়ানমারের বিশাল জয় দেখে মাঠে নামছে বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের 'সি' গ্রুপের খেলা শুরু হয়েছে রোববার। মিয়ানমার, বাংলাদেশ, বাহরাইন ও তুর্কমিনিস্তানকে নিয়ে এই গ্রুপের খেলা হচ্ছে ইয়াংগুনে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমার খেলেছে তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশ খেলবে বাহরাইনের বিপক্ষে।

Advertisement

এই গ্রুপের ফেবারিট মিয়ানমার নিজেদের প্রথম ম্যাচে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। স্বাগতিক মেয়েরা প্রথমার্ধে এগিয়েছিল ৪-০ গোলে। উইন উইনের গোলে ১০ মিনিটে লিড নেয় মিয়ানমার। ২৬ ও ৩৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মিয়ানমারের এই যুবতি। ৪৫ মিনিটে করা খিন মো তুনের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল করে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ানমার। দ্বিতীয়ার্ধে গোল করেছেন থাও থাও সান, উই তেল মে, খিন মো মো তুন। বড় জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়ার দৌড়ে ভালো অবস্থানে থাকলো স্বাগতিকরা।

বাংলাদেশ কখনো এশিয়ান কাপ বাছাইয়ে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মিয়ানমার গেছে টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। মিয়ানমার উড়ন্ত সূচনা করে বাংলাদেশকে বড় বার্তা দিয়েই রাখলো।

Advertisement

আরআই/আইএইচএস/