আইন-আদালত

১৪ হাজার ইয়াবা জব্দের মামলায় তিনজনের যাবজ্জীবন

১৪ হাজার ইয়াবা জব্দের মামলায় তিনজনের যাবজ্জীবন

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ ফুটওভার ব্রিজ এলাকা থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Advertisement

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শরীয়রতপুর জেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের হাবী পাইকান্দি মোল্লা বাড়ির কবির মোল্লা, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো. ইছহাক ও সঞ্চয় দাস ওরফে নওমুসলিম মো. হোসেন।

রায় ঘোষণার আগে তিন আসামিকে আদালতে উপস্থিত করেন পুলিশ। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল নুর ভূঁইয়া (বাবলু) এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ির সামনের বাম পাশের সিটে করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৩৩০ গ্রাম) নিয়ে যাচ্ছিলেন আসামিরা। ওই দিন রাত ১০ টায় পুলিশ সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় গাড়িটি আটক করে। পরে এ ঘটনায় গত ২০২৩ সালের ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের গুলশান জোনের গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম।

২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

এমআইএন/এমএএইচ/এমএস

Advertisement