এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী। এদিন অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪১ পরীক্ষার্থী। এছাড়া একজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।
Advertisement
রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। সেই হিসাবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে অনুপস্থিত বেড়েছে ২ হাজার ৬৩২ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, রোববার সকাল ১০টা থেকে দুপুর ৫টা পর্যন্ত সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট কেন্দ্র ছিল ১ হাজার ৬০০টি। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন।
Advertisement
এদিন সাধারণ ৯টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেননি ১৫ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৬৫৫ জন, রাজশাহীতে ২ হাজার ৭৩ জন, কুমিল্লায় ২ হাজার ৬৮২ জন, যশোরে ১ হাজার ৭৮৯ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩৫ জন, সিলেটে ৮৯৫ জন, বরিশালে ১ হাজার ১২২ জন, দিনাজপুরে ১ হাজার ৪৬৭ জন ও ময়মনসিংহে ৯৮০ জন।
মাদরাসা বোর্ডের অধীনে ৪৫৯ কেন্দ্রে আলিমের আরবি সাহিত্য পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ৭৮৩ জন। তাদের মধ্যে অংশ নেন ৭৯ হাজার ২৯২ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন।
কারিগরি বোর্ডের অধীনে সারাদেশের ৭৩৩ কেন্দ্রে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ২ হাজার ৯৪৪ জনের। তবে এদিন অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন।
কোন বোর্ডে কত বহিষ্কার
Advertisement
ঢাকা বোর্ডে এদিন বহিষ্কার হয়েছেন ৮ জন। এছাড়া রাজশাহীতে ৩ জন, কুমিল্লায় ২ জন, যশোরে ১ জন চট্টগ্রামে ২ জন, বরিশালে ২ জন, দিনাজপুরে ২ জন। আর ময়মনসিংহে ৩ জন শিক্ষার্থী ও ১ জন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।
অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার সারাদেশে বহিষ্কার হয়েছেন ১০ জন। কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮ জন পরীক্ষার্থী।
এএএইচ/জেএইচ/জেআইএম