দেশজুড়ে

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসি (২৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদেরর মোল্লাডাঙা এলাকায়।

Advertisement

শনিবার (২৯ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২৯ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফোরদৌসি গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বুধবার (২৫ জুন) আআইসিইউতে নেওয়া হয়। শনিবার রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

Advertisement

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু।

ডা. শংকর কুমার বিশ্বাস আরও জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন। তাদের মধ্যে ৭৪ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছেন।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

Advertisement