রাজনীতি

৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি

৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি

অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি না রাখায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী এক দফা ঘোষণা করা হয়েছিল। এ বছর ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র সরকারের দেওয়ার কথা ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির ওই সময় সরকার ৩০ কার্যদিবস সময় দিয়েছিল। সেই ৩০ কার্যদিবস পার হয়ে গেছে। কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখিনি।

তিনি বলেন, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদের স্বীকৃতি ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদেরই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। সরকার যেহেতু বলেছিল সবাই আলোচনা করে ঐকমত্যের মাধ্যমে এটি দেবে। পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার পরও সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা শুনে, তাদের সঙ্গে নিয়ে আমরা ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবো।

Advertisement

এনএস/এমআরএম/জেআইএম