রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
Advertisement
রোববার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশে আগারগাঁওমুখী সড়কে মোটরসাইকেল ও হাইয়েস গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুজনেরই বয়স আনুমানিক ৩০ এর মধ্যে হবে। হাইয়েস গাড়িটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন।
Advertisement
কেআর/কাজী আলামিন/এমআরএম/বিএ/জিকেএস