ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর কনভয়ের ওপর আত্মঘাতী গাড়ি হামলার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে।
Advertisement
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতের ওপর দোষ চাপানো পাকিস্তান সেনাবাহিনীর একটি সরকারি বিবৃতি দেখেছি। আমরা এই বিবৃতিকে প্রত্যাখ্যান করছি।
শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ের ওপর আঘাত হানে। এতে ১৬ জন সেনা নিহত হন।
পাকিস্তানে বিশেষত আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ২০২১ সালে তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর থেকে সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে হামলা চালাতে দেওয়া হচ্ছে। তালেবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
Advertisement
এএফপি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
সূত্র: এনডিটিভি
এমএসএম
Advertisement