শিক্ষা

আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন সেই আনিসা

আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন সেই আনিসা

এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা। রোববার (২৯ জুন) কিছুটা আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করেছেন তিনি। এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা।

Advertisement

এদিন, আনিসা পরীক্ষা দিতে আসছেন কি না, সে তথ্য সংগ্রহে সকাল থেকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। তবে আনিসা এদিন আসেন মুখে মাস্ক পরে। কিছুটা লোকচক্ষুর আড়ালে কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসির প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি তিনি। পরীক্ষার দিন সকালে হঠাৎ তার মা অসুস্থ হওয়ায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে  আসেন আনিসা।

কিন্তু নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা দিতে না পারায় কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার সময়ের ছবি ও ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে দাবি ওঠে, তাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয়।

Advertisement

এরপরই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে সেটা পাবলিক পরীক্ষা আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন আজ পরীক্ষায় অংশ নিচ্ছেন আনিসা  এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৭৫৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৪৩  আজ কোন বোর্ডে কোন বিষয়ের পরীক্ষা

এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। আলিম পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১টায়। আর কারিগরির ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা ২টায় শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত।

এএএইচ/এসএনআর/জিকেএস

Advertisement