দেশজুড়ে

মাদকাসক্তের গুলিতে দুই যুবক আহত

মাদকাসক্তের গুলিতে দুই যুবক আহত

মাদক গ্রহণ করে মাতলামি করার সময় এর প্রতিবাদ করায় গুলিতে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

গুলিবিদ্ধ ইয়াছিন মুড়াপাড়ার হাউলিপাড়া এলাকার ইদু মিয়ার ছেলে এবং সিপন টঙ্গীরঘাট এলাকার আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ইয়াসিন শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে রাত ১১টার দিকে তার স্ত্রীকে নিয়ে খালাতো বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে স্থানীয় সোহরাব নামের এক যুবক মাদকাসক্ত অবস্থায় তাদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করেন ইয়াছিন।

পরে তিনি খালাতো ভাই সিপনকে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অহিদুল্লার বাড়ি গিয়ে ঘটনার কথা জানান। সেখানেই ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালান সোহরাব। এতে ইয়াছিনের মাথায় ও সিপনের পায়ে গুলি লাগে।

Advertisement

তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইয়াছিনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেডএইচ/জেআইএম

Advertisement